টাঙ্গাইলে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে নিয়ে রবিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমানসহ অনেকে।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নের্তৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।