ভূঞাপুরে ইয়াবা ও গাজাসহ আটক ২


টাঙ্গাইলের ভূঞাপুর থানায় ২৭ নভেম্বর মঙ্গলবার মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে কর্ত্যবরত অফিসার ফোর্সের সহায়তায় ১৪ পিচ ইয়াবা এবং ২০ পুরিয়া গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ শাহিন মিয়া (৪০), পিতা- চান মিয়া, গ্রাম- কয়েড়া এবং অন্যজন হলেন, মোঃ হাসিবুর রহমান (৩৮), পিতা- মোঃ সাবেদ আলী, গ্রাম- ভূঞাপুর ফকির পাড়া।
ভূঞাপুর থানা অফিসার ইনর্চাজ মোঃ রাশিদুল ইসলাম বলেন, মোঃ শাহিন মিয়ার কাছ থেকে ১৪ পিচ ইয়াবা এবং মোঃ হাসিবুর রহমান ২০ পুরিয়া গাজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এদেরকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।