ঠাকুরগাঁওয়ে রাইস মিলে বয়লার বিস্ফারণ: নিহত ১

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২ এএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ৩৮২

ঠাকুরগাঁওয়ে রাইস মিলে বয়লার বিস্ফারণে নূরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে সহিদুল নামে আরো এক শ্রমিক।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায়  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম বালিয়াডাঙ্গী পাড়িয়া গ্রামের মৃতলধা মোহাম্মদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার এস আই আমজাদ হোসেন জানান, পাড়িয়া এলাকার আব্দুল বাতেনের রাইস মিলের চাতালে নূরুল ইসলাম, সহিদুল সহ আরো কয়েকজন শ্রমিক কাজ করছিলো। সন্ধ্যায় চাতালের ধান সিদ্ধ করা বয়লার বিস্ফারণ হয়ে বিকট শব্দ হয়। এসময় ঘটনাস্থলে নূরুল ইসলামের পুরো শরীর ঝলসে যায় এবং আরেক শ্রমিক সহিদুলের হাত ও পায়ে আঘাত লাগে।

স্থানিয়রা নূরুল ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো: মসাব্বেরুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।