কালিহাতীর যমুনা নদীতে অভিযান

৫ জেলের কারাদন্ড, কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | ৪৯৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা নদীতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে ৫ জেলেকে ৭ দিন করে কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার জানান, বুধবার দিবাগত রাতে জেলা ও উপজেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টীম উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চকবয়রা গ্রামের মৃত ইনছফ আলীর ছেলে ছাত্তার আলী (৫৫),তার ভাই ছামাদ (৬০) একই গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল (২০), আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন (২৮) ও বয়রামাছুম গ্রামের শুকুর আলী শেখের ছেলে দেলোয়ার (৪০) কে আটক করা হয়।

এসময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃতদের ৭ দিন করে কারাদন্ড প্রদান এবং জব্দকৃত ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ৫০ কেজি ইলিশ মাছ উপজেলার ইছাপুর গোরস্থান আশরাফুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা নুরুল ইসলাম ,উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হালিম, বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ পুলিশ সদস্যগণ।