বাল্যবিয়ে প্রস্তুতি সময় বালিয়াকান্দি
ইউএনও’র হস্তক্ষেপে বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী


বাল্যবিয়ের প্রস্তুতির সময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী।
গতকাল সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের এলাঙ্গীডাঙ্গী গ্রামে কনের বাড়ীতে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল।
জানাগেছে, উপজেলার মুন্সি ইয়ারউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীর সাথে পারিবারিক ভাবে স্থানীয় এক ছেলের বিয়ে ঠিক করা হয়। তবে কনের বয়স কম হওয়ায় সোমবার রাতে এ বিয়ে হওয়ার কথা ছিল।
এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম রেজা কনের বাড়ীতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেই। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলিকা নেওয়া হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতে বাল্য বিয়ের দেয়ার চেষ্টাকারী কনের খালু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়ালদাহ গ্রামের আঃ ওয়াদুদ মিয়া (৫৫) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।