চলন্ত বাসে রুপা প্রামাণিককে গণ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে
কালিহাতীতে মানবাধিকার কমিশনের মানববন্ধন


রুপা প্রামাণিককে চলন্ত বাসে গণ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা।
১৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের পরিচালনায় কালিহাতী বাসস্ট্যান্ডে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোলা, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি জহুরুল হক বুলবুল, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মালেক তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, সাংস্কৃতিক সম্পাদক আল কামাল হোসাইন রতন, নির্বাহী সদস্য ডাঃ রফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, উপজেলা শিল্পী ঐক্যজোটের আহবায়ক সুজন রাজা, কেন্দ্রিয় সাধুসংঘের সভাপতি হরিমোহন পাল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী ফটো জার্নালিষ্ট পরিষদের সভাপতি সাংবাদিক সোহেল রানা, মওলানা ভাষানী স্মৃতি পরিষদ কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক ইদ্রিছ আলী, উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ন অর্থ সম্পাদক রাসেল আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকালিপি প্রদান করেন উপজেলা মানবাধিকার কমিশনের উপস্থিত নেতৃবৃন্দ।