কালিহাতীতে শিল্পী ঐক্যজোটের ব্লাড ব্যাংক উদ্বোধন

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২২ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫৭৮

শিল্পী ঐক্যজোট টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন তার কার্য্যালয়ে উক্ত ব্লাড ব্যাংকটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা শিল্পী ঐক্যজোটের আহবায়ক সুজন রাজা, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন, সদস্য রাসেল আহম্মেদ, সংগীত শিল্পী জিয়াদ সিদ্দিকী প্রমূখ।

কালিহাতী উপজেলা শিল্পী ঐক্যজোটের আহবায়ক সুজন রাজা জানান, এই ব্লাড ব্যাংকের মাধ্যমে উপজেলার মূমূর্ষ রোগীদের স্বেচ্ছায় রক্তদান করবেন শিল্পী ঐক্যজোটের সদস্যরা।

এদিকে শিল্পী ঐক্যজোটের এই মহতী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী ফটো জার্নালিষ্ট পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখা, মওলানা ভাষানী স্মৃতি পরিষদ কালিহাতী উপজেলা শাখা, কেন্দ্রীয় সাধুসংঘ, সাধুসংঘ সাংস্কৃতিক জোট, সাধুসংঘ পাঠাগার।