টাঙ্গাইলে ২টি অস্ত্র ও ৬৫ রাউন্ডগুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:০৪ পিএম, শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | ৪৩০

টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র ও গুলিসহ মো. রাসেল (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি বেদিশী পিস্তল, একটি রিভালভার, ৬৫ রাউন্ড গুলি, একটি পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।