পঞ্চগড়ে এক নারীর মরদেহ উদ্ধার

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৫৪৫

ঞ্চগড়ে শাহানাজ আক্তার (২০) নাম‌ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ নভ‌েম্বর) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউন‌িয়ন‌ের কহুরুহাট যমুনা নদীর চর‌ে থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই ইউন‌িয়ন‌ের তহশ‌িলদারপাড়া গ্রাম‌ের আব্দুর রাজ্জাক‌ের মেয়‌ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহানাজ প্রায় এক সপ্তাহ আগে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পুলিশ জানায়, কহুরুহাট যমুনা নদীর চর‌ে এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।