ঘাটাইলে বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিডের কর্মী ও গ্রাহক সমাবেশ


টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কর্মী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুওে ঘাটাইল কমিউনিটি সেন্টারে ঘাটাইল জোনাল অফিস বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম লেবু।
আয়োজিত অনুষ্ঠানে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোনাল অফিসের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. শিবলু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান ভিপি শহীদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দাকার, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.আব্দুল হালিম সিকদার, ভাইস প্রেসিডেন্ট খন্দকার ইব্রাহিম খলিল, ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।
গ্রাহক ও কর্মী সমাবেশ পরিচালনা করেন ইকবাল হোসেন তালুকদার ।