পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১০ পিএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৫১৯
পঞ্চগড়ে বিএনটি নামে একটি বৈদ্যুতিক পোল তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকালে পোল তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 
 
তাহেরুল সদর উপজেলার টুনিরহাট বন্দরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানার ভেতরে কাজ করার সময় বিদ্যুতের পোলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট আহত হন তাহেরুল। আহত হবার পর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শ্রমিক সাদেকুল ইসলাম অভিযোগের সুরে জানান, এ কারখানায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই এখানে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করার জন্য কারখানার নিজস্ব কোনো বাহনও নেই। 
 
কারখানার ম্যানেজার তৌফিক হাসান জানান, শ্রমিকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের নিরাপত্তার উদ্যোগ নেওয়া হচ্ছে।