নাটোরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, বুধবার, ৭ নভেম্বর ২০১৮ | ৪২৭

নাটোরের বড়াইগ্রামে খাদিজা বেগম (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বড়াইগ্রাম থানার মোড়ের দিঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে।

খাদিজা বড়াইগ্রাম দিঘিরপার গ্রামের সোবহান আমিনের ছেলে কবির হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাললা পাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে। এ ঘটনায় খাদিজার স্বামী কবির হোসেকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে খাদিজা বেগমের সঙ্গে কবির হোসেনের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কবির যৌতুক দাবী করে আসছিল। কিন্তু খাদিজার বাবা টাকা দিতে না পারায় মাঝে মাঝেই শারীরিক নির্যাতন করতো কবির। মঙ্গলবার বিকালে কবির তাকে আবারো মারপিট করে। কিছুক্ষণ পরে খাদিজা ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেছে বলে প্রতিবেশীদের জানায় তারেক।

পরে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কিন্তু নিহতের স্বজনদের দাবী, খাদিজাকে পিটিয়ে গুরুতর আহত করার পর তার মুখে জোর করে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা জামেলা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, আত্মহত্যার প্ররোচণার অভিযোগে গৃহবধুর স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।


পিএইচপি/ফিরোজ আহমেদ