টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ৪৯৮

টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনিরহাট একপ্রেসের একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এসে থামে। এ সময় ওই ট্রেনে থেকে এক যাত্রী কিছু কেনার জন্য নীচে নামেন। পরে ওই যাত্রী তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু একপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।