দেশে নতুন ৬৩৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, শনিবার, ৯ মে ২০২০ | ৪৪৩

গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জনে।

এসময় দেশে করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন, এ নিয়ে দেশে মহামারী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ এ সময়ে ৫ হাজার ৪৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯টি। এসব নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫টি ল্যাবে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের ৩১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৪১৪ জন সুস্থ হলেন।

মারা যাওয়া ৮ জনের সকলেই পুরুষ বলে জানান নাসিমা সুলতানা। এদের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, ৭১ থেকে ৮০ বছর বয়সসীমার দুজন, ৬১ থেকে ৭০ বছরের দুজন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন এবং ৩১ থেকে ৪০ বছরের বয়সসীমার একজন রয়েছেন।