ধনবাড়ীতে মৃত্যুর হাত থেকে কুকুর কে উদ্ধার করলো ফায়ার সার্ভিস


টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীর ভালবাসার টানে মৃত্যুর হাত থেকে কুকুর নতুন জীবন ফিরে পেয়েছে। কে উদ্ধার করলো ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
ধনবাড়ী পৌর শহরের বকল বাড়ীর সামনে একটি পোষা কুকুর একটি বোতল(বয়ম)এর ভিতর মুখ আটকানো অবস্থায় দেখতে পায় ধনবাড়ী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী হুমায়রা আনজুম খান বিভা দেখতে পেয়ে তার বাবা সাইফুল ইসলাম খান আজম কে জানায়। পরে তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা কে সংবাদ দেয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সংবাদ পেয়ে তাৎক্ষণিক ধনবাড়ী ফাযার সার্ভিস কে খবর দেয় কুকুর টিকে উদ্ধারের জন্য।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ধনবাড়ী পৌর শহরের বকল বাড়ীর আজাদ বকলের একটি পোষা কুকুর একটি বোতল(বয়ম)এর ভিতর মুখ আটকে যায়। আমরা ও ধনবাড়ী পৌরসভার সহযোগিতা নিয়ে আমরা দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর কুকুরের মুখটি বের করতে সক্ষম হয়েছি।