টাঙ্গাইলে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


টাঙ্গাইলে ৩০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর টাঙ্গাইল কোম্পানী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো - ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী গ্রামের আতাহার আলীর ছেলে মো. রফিক (২৮)।
শনিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার জনৈক মো. হাবিবের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দেওলা এলাকার জনৈক মো. হাবিবের বাড়ির নিচতলার ভাড়াটিয়া মো. রফিক দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। সেই খবরের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোনসহ তাকে গ্রফতার করি। এসময় তিনি আরো বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯, তারিখ- ১৩/০৪/২০১৯।
উল্লেখ্য, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। যার নম্বর টাঙ্গাইল মডেল থানার মামলা নং-৫৬, তারিখঃ ৩১/০৮/২০১৮।