পঞ্চগড়ে নেসকোর সাড়ে ১৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া


পঞ্চগড়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকোর আওতায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ১৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার সিংহভাগ রয়েছে বেসরকারি খাতে।
অফিস সুত্রে জানা যায়, বেসরকারি খাতে প্রায় ১০ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৭শ ৭ টাকা। আর সরকারি খাতে ৭৬ লাখ ১৮ হাজার ৮শ ১৩ টাকা বকেয়া রয়েছে। স্বায়ত্তশাসিত ৩ কোটি ২৪ লাখ ৯ হাজার ৫শ ২২ টাকার বিদ্যুৎ বিল অনাদায়ে বকেয়া রয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই লিমিটেড নেসকোর নানামুখী কৌশল অবলম্বনের পরও বিদ্যুৎ বিলের একটি বড় অংশ বকেয়া রয়ে গেছে। পরিশ্রম দক্ষ পরিচালনা ও পরিকল্পনায় আগের চেয়ে বর্তমানে বিদ্যুৎ বিলের পরিমাণ দিন দিন কমে আসছে বলে জানা যায়।
এ ব্যাপারে বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান দৈনিক অধিকার’কে জানান, বকেয়া বিদ্যুৎ বিলের জন্য নিয়মিত লাইন বিচ্ছিন্ন করণ অভিযান, বিদ্যুৎ বিল গ্রাহকদের উদ্দেশ্য মাইকিং প্রয়োজনে মামলা দায়ের করা হচ্ছে।
বিদ্যুৎ বিল হাল-নাগাদ করার জন্য চেষ্টা চলছে এবং আগামীতে হাল নাগাদে চলে আসবে আশা জানান তিনি।