২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ | ১১৭
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ২৩ম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নি:) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। 
 
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের  মধ্যে পুরষ্কার বিতরণ করেন। 
 
এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম), ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমানসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এবার ২৩ম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের (নি:)  মোট প্রশিক্ষনার্থী ছিলেন ১৭৬ জন।
 
এসময় প্রধান অতিথি  প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা, এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন।