নাটোরে দিনব্যাপী উন্নয়ন মেলা


নাটোরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
সোমবার এ উপলক্ষে মাদরাসা মোড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে কানাইখালী মাঠে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মুহম্মদ গোলামুর রহমান।
এছাড়াও র্যালীতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী, নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জেসমিন আখতার বানু এবং জজ কোর্টের পিপি মোঃ সিরাজুল ইসলাম। নাটোর সদর উপজেলা পরিষদ আয়োজিত দিনব্যাপী এই উন্নয়ন মেলায় মোট ৪০টি ষ্টল দেয়া হয়েছে।