নির্বাচন উপলক্ষে নাগরপুরে যুবদলের বর্ধিত সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০০ পিএম, রোববার, ২ ডিসেম্বর ২০১৮ | ৪৫৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী দুই বারে বিজয়ী সাবেক সংসদ সদস্য এ্যাড. গৌতম চক্রবর্তীকে বিজয়ের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা যুবদলের উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর নিজ বাড়ীতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এ সময় বক্তাতারা বলেন, নাগরপুর-দেলদুয়ারের মাটি বিএনপি’র ঘাটি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অনায়াসে আসনটি পুনরুদ্ধার করা যাবে। আমাদের কে ভেদাভেদ ভূলে গিয়ে বিজয় নিশ্চত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে।

উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভ’ইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ,সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক মো.রফিকুল ইসলাম দীপন, মীর খোকন, মো.তরিকুল ইসলাম, মো.কোহিনুর মিয়া , এলিম মাহামুদ প্রমুখ।