বেনাপোল সীমান্তে হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৭ পিএম, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮ | ৪২২

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ১২ লক্ষ ৯৯ হাজার টাকা সহ ১ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে।

২৩ অক্টোবার (মঙ্গলবার) ১১ টার সময় তাকে আটক করা হয়। আটক কৃত হলো রনি আহম্মেদ(৩৫) সে পুটখালী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি হুন্ডির চালান বেনাপোলে খলসী মোল্লা পাড়া এলাকা দিয়ে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিরত ২১ ব্যাটালিয়নের সদস্যা বেনাপোল খলসী গ্রামের মোল্লা পাড়ায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা ও একটি মটর সাইকেল সহ রনি আহম্মেদকে আটক করে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানান, আটককৃত টাকা সহ হুন্ডি ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।