কালিহাতীতে ২ অটোরিক্সা চোর গ্রেফতার

টাঙ্গাইালের কালিহাতীতে ২ অটোরিক্সা চোরকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের নির্দেশক্রমে ৩ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গান্ধিনা এলাকা থেকে ২ জন অটোরিক্সা চোরকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা গ্রামের আঃ করিমের ছেলে সজিব(৩০) ও একই গ্রামের জুয়েল (৩২)। আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-১ তারিখঃ ৩/১০/১৭ ইং।