বাসাইল পৌর এলাকায় কয়েকটি বসতভিটা নদীগর্ভে বিলীন; হুমকির মুখে ব্রিজ


টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার উত্তরপাড়ায় প্রায় ৬টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকি মুখে পড়েছে উত্তরপাড়া ব্রিজটিও।
জানা যায়, বাসাইল পৌর এলাকার মাইজখাড়া-চকপাড়া সড়কের বিভিন্নস্থানে ভেঙে বাসাইল উত্তরপাড়ার সুতানলী বিলে পানি প্রবেশ করে মরাগাঙ্গী নদীতে পানি প্রবাহিত হচ্ছে। ফলে এ এলাকার উত্তরপাড়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যেই মাসুম খানের একটি, ইয়াকুব খানের দুইটি, আল আমিনের দুইটি ও বাবলু হোসেনের একটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও সাত্তার খান, জাহাঙ্গীর হোসেন ও মহর আলীর বসতভিটাও হুমকির মধ্যে রয়েছে। যে কোনও সময় ভেঙে পড়তে পারে তাদের বসতভিটাও।
এদিকে হুমকির মুখে পড়েছে উত্তরপাড়া ব্রিজটিও। ব্রিজটি ভেঙে গেলে উত্তরপাড়া, মাইজখাড়া, বাঘিলসহ কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।
বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। ভাঙন রোধে পৌর সভার পক্ষ থেকে অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে।