নন্দীগ্রামে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬ এএম, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬১৮

বগুড়ার নন্দীগ্রামে “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র, শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।