৩৭ দিনেও নামানো হয়নি জাতীয় পতাকা, আলোচনা-সমাচোলনার ঝড়!

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৬ পিএম, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ | ৩২৭

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন টাঙানো জাতীয় পতাকা উত্তোলনের দীর্ঘ ৩৭ দিন পার হয়ে গেলেও টাঙ্গাইলের ভূঞাপুরে ডিজিটাল সিনিয়র সার্ভেয়ার ব্যক্তিগত অফিসের জাতীয় পতাকা নামানো হয়নি।  

সরকারি নিয়মনীতি ভঙ্গ করে গত ২১শে ফেব্রুয়ারি হতে ২৯ মার্চ পর্যন্ত দীর্ঘ ৩৭ দিন জাতীয় পতাকাটি বাঁশঝাড়ের নিচে উত্তোলন করে রাখা হয়েছে। এতে করে নানা মহলে বইছে আলোচনা-সমাচোলনার ঝড়। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গেলে সার্ভেয়ার মনিরুল ইসলাম জিলকদের ব্যক্তিগত অফিসে পতাকা টাঙানোর দৃশ্য দেখা য়ায়।  

স্থানীয়রা জানান, ২১শে ফেব্রুয়ারি মহান ভাষার মাস দিন থেকে দীর্ঘ ৩৭ দিন ধরে বাঁশঝাড়ের নিচে ২৪ ঘণ্টাই জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছেন তিনি। এতে করে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে।  

এ বিষয়টি স্বীকার করে সার্ভেয়ার মনিরুল ইসলাম জিলকদ জানান, গত ২১শে ফেব্রুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আমি বাড়ি ছিলাম না। এখনি পতাকা নামিয়ে ফেলা হবে। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এম.এ আব্দুল মজিদ মিয়া জানান, ২১শে ফেব্রুয়ারি দিন সূর্য্য ডোবার আগেই জাতীকা পতাকা নামাতে হবে। যদি তা না করা হয় সেটি মারাত্মক অপরাধ।