জাকসু নির্বাচন: অভিযোগ-বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণের সময়সীমা


ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থাপনাসহ প্রার্থীদের নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণের সময়সীমা।
এদিন সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়। তবে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। শেষ সময় ঘনিয়ে আসতেই কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা। বিকাল ৫টায় তা শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা লাইনে থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ চলতে দেখা গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে।
এর মাঝে বিকাল সাড়ে ৩টায় অনিয়ম ও অব্যবস্থার অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এরপরই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিন শিক্ষক। আর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ করেছে বামপন্থী শিক্ষার্থী সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরাম।
এর আগে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা ও ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির।
সুত্র:বণিক বার্তা