জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৫৬

অনিয়ম-অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিকে মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী।

জিএস প্রার্থী বৈশাখী বলেন, জাকসু নির্বাচনে যে ব্যালট পেপার ও ওএমআর দেয়া হয়েছে, সেটি এক জামায়াত নেতা থেকে নেয়া হয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি, এটা একটি পাতানো নির্বাচন। জামায়েত নেতার থেকে ব্যালট ও ওএমআর নেয়ার পর থেকে আমাদের সন্দেহ ছিল সুষ্ঠু নির্বাচন হবে না। সকাল থেকে সেটাই দেখতে পাচ্ছি। নির্বাচনে আঙ্গুলে ছাপ দেয়ার কথা থাকলেও সেটা হয়নি, তাজউদ্দিন আহমেদ হলে ছাত্রদলের ভিপি প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি, যেখানে শিবিরের প্রার্থী মেঘলা বিভিন্ন হলে ঢুকছে। সে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন হলে আধিপত্য বিস্তার করছে। আমরা এ বিষয়ে প্রশাসন বরাবর অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন যে ১০ শতাংশ বেশি ব্যালট ছাপিয়েছে জামায়েতের এক নেতা থেকে, সেটা শিবিরকে সুবিধা দিতে করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হলে তারা একজন একাধিক ভোট দিচ্ছে। এখানে শিবির পন্থি অনেক সাংবাদিক ভূমিকা রাখছে।

বৈশাখী আরো বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারচুপি ও পাতানো নির্বাচন চলছে। তাই আমরা এ নির্বাচন বর্জন করছি।

তিনি বলেন, শিবিরের কাজই গুপ্তভাবে থাকা। তারা কোনো পরিচয় দেয়না। আগে ছাত্রলীগের সঙ্গে ছিল। এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে আছে। বিভিন্ন হলে অতিরিক্ত ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যাচ্ছে। শিবিরের পোলিং এজেন্টরা ঢুকতে পারলেও আমাদের এজেন্টদের ঢুকতে দিচ্ছে না।

এ সময় সাংবাদিকদের একই কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।