সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ


সাফ কাপের ফাইনালে মালদ্বীপের কাছে ২-১ গোলে হারল ভারত। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে ফাইনালে হার হল স্টিফেন কনস্টান্টাইনের ছেলেদের। গ্রুপ পর্বে যে মালদ্বীপকে হারিয়ে সেমিতে উঠেছিল ভারত তাদের কাছেই ফাইনালে হেরে রানার হয়েই এবার সন্তুষ্ট থাকতে হল মেন ইন ব্লুকে।
এবারের সাফ কাপে সুনীলদের বিশ্রাম দিয়ে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে বাংলাদেশে এসেছিলেন স্টিফেন কনস্টান্টাইন। প্রথম থেকে নজর কাড়ে ভারতীয় যুবাদের পারফর্ম্যান্স।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ধরাশায়ী করে তারা। সেমি ফাইনালে ভারতের সামনে ছিল পাকিস্তান। সেই গাঁটও সহজেই উতরায় কনস্টান্টাইনের ছেলেরা। কিন্তু ফাইনালে সেই মালদ্বীপের কাছেই হারতে হল ভারতকে।
এই নিয়ে দ্বিতীয় বার সাফ কাপ চ্যাম্পিয়ন হল মালদ্বীপ। ২০০৮-এ শেষ বার সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ওদিকে ১১ বারের মধ্যে ৭ বার জয়ের পর অষ্টম জয় অধরাই থাকল ভারতের।