এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২৩

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে এলেংজানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছিলিমপুর ইউনিয়নে বরুহা বাসীর উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলার ঐতিহ্য এই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দু’পারে অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়।

ছিলিমপুর ইউনিয়নে করুহা এলেংজানী নদীতে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। নৌকা বাইচ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।

উৎসব মুখর এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ছিলিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার মো. গোলাম মাওলা। এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।