ঠাকুরগাঁওয়ে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়ন দাখিল


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের ১, ২ ও ৩ আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বুধবার (২৮ নভেম্বর) বিকালে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের কাছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ জেলা ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করেন।এসময় তিনি বলেন, আদালতের রায়ে সরকারি চক্রান্তের প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। এই আদেশকে এই দেশের মানুষ কখনো গ্রহণ করবেনা, নির্বাচনের আগে এধরনের আদেশ দুরভিসন্ধিমূলক। নমিনেশন কার্যক্রম পর্ব শেষে আগামী দুই তিন দিনের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ অন্যান্য নেতারা।
এর পূর্বে দুপুর আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন সহ আরো পাঁচজন এই আসনের প্রার্থী হিসেবে মনোনয় দাখিল করেন।
এরা হলেন-ওয়ার্কাস পার্টির এ্যড. এমরান চৌধুরী, ঐক্যফ্রন্টের হয়ে রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার, জাকের পর্টির আল মামুন ও ন্যাপ এর এ্যড. বলরাম গুহ ঠাকুরতা।
অন্য দিকে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন দাখিল করেছেন সাত জন প্রার্থী।
এরা হলেন-আওয়ামীলীগের বর্তমান এমপি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমের পক্ষে তার দলের কর্মীরা ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া বিএনপি’র জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা ও টি এম মাহবুবুর রহমান, জাকের পার্টির মো: সামসুজ্জোহা, ইসলামী আন্দোলনের মো: রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুস সালাম। উল্ল্যেখ নাশকতার মামলা সহ আরো বেশ কয়েকটি মামলার অভিযোগে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম বর্তমানে কারাগারে রয়েছেন।
এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
এরা হলেন- ওয়ার্কাস পার্টির বর্তমান এমপি ইয়াসিন আলী, বিএনপি’র( ধানের শীষ) জাহেদুর রহমান জাহিদ, জাতীয় পার্টির লাঙ্গল হাফিজ উদ্দীন, আওয়ামীলীগের সাবেক এমপি ও বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র এমদাদুল হক, গোপাল চন্দ্র রায় স্বতন্ত্র, আব্দুল জলিল স্বতন্ত্র, রাজেন্দ্র নারথ রায় স্বতন্ত্র, প্রভাত সমীর শাহাজান আলী স্বতন্ত্র, ইসলামী আন্দোলনের নাজিম উদ্দীন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির শফি আল আসাদ, বিকল্পধারার এস এম খলিলুর রহমান ও বিএনএফ এর এনামুল হক।