বাসাইল পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০ পিএম, রোববার, ৬ আগস্ট ২০২৩ | ৫২৬
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নব নির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু দায়িত্ব গ্রহণ করেছেন।
 
আজ রোববার সকাল ৮ টায় সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ নব নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ।
 
প্রসঙ্গত, গত ২১ জুন বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমকে পরাজিত করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বিজয়ী হয়।