বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের ভাষা কর্মশালা অনুষ্ঠিত


বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড় ভাষা গবেষণা বিভাগের পরিচালনায় সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট ) সকালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রমিত বাংলা বানান ও উচ্চারণ নিয়ে ছায়ানীড়ের কাজ সত্যিই প্রশংসার দাবিদার। তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলা বানান ও উচ্চারণ কর্মশালা বাস্তবায়নের সেই প্রত্যাশা করি। ছায়ানীড়ের আজীবন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি এমন কাজের সাথে যুক্ত থাকতে পেরে। ছায়ানীড়ের এমন উদ্যোগ সার্থক হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের সভাপতি ও ইতিবাচক চিন্তার মননশীল লেখক ড. ইউসুফ খান,বাপেক্স,পেট্রোবাংলার বাংলাদেশের প্রথম মহিলা ডাইরেক্টর (এক্সপ্লোরেশন) সেলিমা শাহনাজ,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. ইকবাল মাহমুদ।
মূল বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
কর্মশালায় টাঙ্গাইলের বরেণ্য প্রয়াত কবি যুগলপদ সাহাকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। কর্মশালা শেষে প্রধান অতিথি বাংলা বানান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও বিশেষ অতিথি সেলিমা শাহনাজ ১০০ শিক্ষার্থীদের হাতে প্রমিত বাংলা বানানের নিয়ম বইটি তুলে দেন। কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।