বাসাইল পৌরসভা নির্বাচন-২০১৮

কে পাচ্ছে আ’লীগ দলীয় মনোনয়ন

বাসাইল
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | ১৫৩৬

২০১৮ সালের ১৮জুন শেষ হচ্ছে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া বাসাইল পৌরসভার মেয়াদকাল। পরবর্তী ৯০দিনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এখনো বেশখানিকটা সময় হাতে থাকলেও ইতিমধ্যে জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষহতে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনের আগাম প্রস্তুতি। বিভিন্ন ধর্মীয় , সামাজিক ও জাতীয় দিনগুলোতে পৌরবাসীকে ব্যানার , পোষ্টার, ফেস্টুন, এবং ফেসবুকে শুভেচ্ছা প্রদানের মাধ্যমে শুরু হয়েছে ব্যাক্তিগত প্রচারনাা।

এছাড়াও রয়েছে রাজনৈতিক সভা-সেমিনার ও গনসংযোগ। মনোনয়ন প্রত্যাশার দৌড়ে সংখ্যার হিসেবে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থীরা । মূলদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠন মিলে এখনো পর্যন্ত আ’লীগ দলীয় প্রায় ৬জন মনোনয়ন প্রত্যাশিদের প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় প্রতীকে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই তৃণমূল থেকে কেন্দ্র পযর্ন্ত দৌড়ঝাপ শুরু করেছেন। একই দলের একাধিক ব্যাক্তি দলীয় ব্যানারে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় কে পাবে বাসাইল পৌরপিতার পরবর্তী আসন জয়ের লড়াইয়ের টিকিট তা নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যেমন শঙ্কা রয়েছে তেমনি রয়েছে মনোনয়ন পাবার দৃঢ প্রত্যয়।

মনোনয়ন প্রত্যাশীদের বর্তমান দলীয় অবস্থান, দলের প্রতি আনুগত্য, তৃণমূলের চাহিদা সবকিছু বিবেচনা করেই দেওয়া হবে চুড়ান্ত মনোনয়ন। এ নিয়ে সাধারন ভোটারের রয়েছে নানা জনের নানা মত। কারো মতে অভিজ্ঞতার বিচারে প্রবীণ প্রার্থীদের মনোনয়ন পাবার সম্ভাবনা রয়েছে আবার কারো মতে বয়সে তরুন ও নবীন নেতৃত্বের দিকে সমর্থন দিবে দলীয় নীতিনির্ধারক মহল ।

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ হতে ইতিমধ্যে ভোটারদের দ্বারে প্রচারনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে আজাদ খানশুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম , পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা খান রজিব, টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম তালহা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।

মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা যত বড়ই হোক না কেন সার্বিক বিচারে যোগ্য প্রার্থীকেই কেন্দ্র থেকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, সাধানর ভোটাররা এমন প্রত্যাশাই করেন ।

তবে মনোনয়ন জটিলতার অবসান ঘটিয়ে কে পাবে আ’লীগ দলীয় মনোনয়ন সেটা জানতে সাধারন ভোটারকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ।