কালিহাতীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৪ এএম, রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | ৫২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে  দুই জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই  তাদের মৃত্যু হয় ।

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে । নিহতরা হলেন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।
স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলো।

ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সস’র একটি নম্বর বিহীন ট্রাক গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা দুই বন্ধু নিহত হয়। ভূয়াপুর ফায়ার সার্ভিসের একটি টীম দ্রুত ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আ:রাজ্জাক ঘটনা সত্যতা শিকার করে বলেন, “এ দূর্ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।