টাঙ্গাইল জেলা প্রশাসক রাজস্ব পদক’ বিতরণ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৪৫৩

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরে ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ‘জেলা প্রশাসক রাজস্ব পদক’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা কর্মরত ৩১ জন সরকারি কর্মচারীদের মাঝে এ পদক দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আসিটি) মোহাম্মদ আশরাফুল মমিন খান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত-কর্মচারীরা উপস্তিত ছিলেন।