বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মির্জাপুর পৌরসভার চ্যাম্পিয়ন

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫০ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৬৭৮

মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলে (অনুর্ধব-১৭ ) মির্জাপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে মির্জাপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনা খেলায় পৌরসভা একাদশ বানাইল ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসনে সুমন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সহসভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল,বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুরর্ উফ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার ২টি দল সহ ১৬ টি দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশগ্রহন করে বলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল জানিয়েছেন। মির্জাপুর উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আযোজন করে।