কালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী কলেজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনসুর আলী আরিফ, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমূখ।