কামারপাড়ার সেতু হতে পারে তিন উপজেলার বন্ধন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২ পিএম, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮ | ৫৫৯

মির্জাপুরের কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজং নদীর ওপর একটি সেতু নির্মাণই মির্জাপুর, ধামরাই ও সাটুরিয়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের এক বন্ধণ তৈরী করতে পারে। বর্ষাকালে নৌকা আর শুস্ক মৌসুমে বাশের সাকোই যুগ যুগের স্বাক্ষী হয়ে রয়েছে ওই স্থানে।

মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রাম। লৌহজং নদী এই গ্রামকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর উত্তর অংশে ইউনিয়নের অধিকাংশ গ্রাম এবং দক্ষিণ অংশে কামারপাড়ার একাংশ ছোট গব্ড়া, বড় গবড়া, আমড়াইল তেলিপাড়ার একাংশ, ধামরাই, সাটুরিয়া উপজেলার কয়েকটি গ্রাম।

সরেজমিনে দেখা গেছে, মির্জাপুর উপজেলার দক্ষিনাঞ্চলের হাজার হাজার জনসাধারণ মির্জাপুর সাহাপাড়া-কামারপাড়া এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। রাস্তাটির অবস্থাও সুচনীয় ও কররুন দশা।

ধীর গতিতে হলেও রাস্তা টির উন্নয়ন কাজ এগিয়ে চলছে। কিন্তু কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজঙ নদীর উপর একটি সেতু নির্মাণ নাহলে যোগাযোগের ক্ষেত্রে বিরম্বনা দুর হবেনা। নদী পারাপারে বারতি সময় এবং অর্থও লাগছে প্রতিনিয়ত। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষের চলাচল ওই রাস্তা দিয়ে।

লৌহজং নদীর ওই স্থানে একটি সেতু নির্মাণ হলে মির্জাপুর থেকে ধামরায় হয়ে ঢাকা এবং সাটুরিয়া উপজেলার সাথে সরাসরি সড়ক সযোগাযোগ সৃষ্টি হবে। এতে এই তিন উপজেলার যোগাযোগের ক্ষেত্রে এক বন্ধন তৈরী হবে বলে এলকাবাসীর অভিমত।

ছোট গবড়া গ্রামের সিদ্দিক হোসেন বলেন জনদুর্ভোগ লাঘবে ওই নদীতে একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরী।

কামারপাড়া বাজারের ব্যবসায়ী আজাহার বলেন ওই স্থানে একটি সেতু নির্মাণ হলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, কামারপাড়া বাজার সংলগ্ন লৌহজং নদীর উপর একটি সেতু নির্মান অতি জরুরী এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেনের সঙ্গে আলাপ করা হয়েছে।তিনি দ্রুত সময়ের মধ্যে ঐ নদীর উপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।