কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা ১১-১৩ জানুয়ারী

কক্সবাজার, জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫১ পিএম, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮ | ৫০২

“ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারী ২০১৮ইং  অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন মেলা।

এ উপলক্ষে ১ জানুয়ারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন মেলা বাস্তবায়ন উপকমিটি এবং মেলা প্রচার ও বাস্তবায়ন সমন্বয় কমিটির সভা।

সকালে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ মাহিদুর রহমান।  তিনি তাঁর বক্তব্যে সরকারে বিভিন্ন উন্য়নমূলক বাস্তবায়িত ও বাস্তবায়নতব্য মেগাপ্রকল্পসমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরা ও মেলা প্রাঙ্গন থেকে সংশ্লিষ্ট সকল ধরনের নাগরিক সেবা প্রদান করা হবে বলে জানান।

এ ছাড়া সংশ্লিষ্ট সকলকে স্বতস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণের অনুরোধ জানান। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ, সকল দপ্তরের সরকার কর্তৃক উন্নয়ন কর্মকান্ডসহ সংশ্লিষ্ট বিষয়গুলো মেলা প্রাঙ্গনে উপস্থিত জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানের প্রায় ৯০টি স্টল স্থান পাবে বলে সভায় জানানো হয়। এতদসংক্রান্ত বিষয়ে পরে প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিং-এর তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে

উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী সরকারি দপ্তরের সংশ্লিষ্টদের আগামী ৭ জানুয়ারীর মধ্যে জেলা প্রশাসনের সাধারণ শাখায় যোগাযোগ ও সেবা প্রদানের তালিকা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।