শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে হার বাংলাদেশের


নীলফামারীতে শহীদ শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা ফুটবল দল।
প্রথমার্ধে ম্যাচ শুরুর ১০মিনিটের মাথায় শ্রীলঙ্কার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ফজল। এরপর পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও কোনও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া বাংলাদেশ দলে ৮টি পরিবর্তন আনে। কিন্তু কিছুতেই কোন কাজ হয়নি। একটি গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের হতাশা নিয়েই মাঠ ছাড়তে দর্শকদের।
এশিয়ান গেমসে দুর্দান্ত খেলে আসা তরুণ দলটিকে কার্যত বিশ্রামেই রেখেছিলেন কোচ জেমি ডে। সাফের দল ঘোষণার আগে সিনিয়ন ফুটবলারদের জন্য পরীক্ষাও ছিল ম্যাচটি। সেই পরীক্ষায় তারা কৃতকার্য হতে পারলেন না।