কালিহাতীতে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার দশকিয়া ইউনিয়ন পরিষদ ভবনের প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মালেক ভূইয়ার সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
সোহেল হাজারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কালিহাতীতে উন্নয়নের জোয়ার বইছে এবং কালিহাতীতে একটি উন্নয়ন মূলক কাজও বাকী থাকবে না। কালিহাতীর মানুষদের জন্য যা যা দরকার সবকিছুই করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, দশকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী,সাধারন সম্পাদক আবু রায়হান তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল ভূইয়া প্রমুখ।