শেক্সপীয়রের গল্পে এবার প্রিয়াঙ্কা চোপড়া


বলিউডে ক্যামব্যাকের জন্য বেশ ভালো সময়ই যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে একটি সিনেমার বিষয়ে কথা চলছে তাঁর।
আগামী বছর থেকেই তাঁর কাজ শুরু হয়ে যাওয়ার কথা। গত বছরই শোনা গিয়েছিল বলিউডে কাজ শুরুর জন্য অনেক স্ক্রিপ্টের মধ্যে থেকে বিশাল ভরদ্বাজের কাজটিই বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এই বিষয়ে জানতে চাইলে বিশাল ভরদ্বাজ বলেন: "প্রিয়াঙ্কাও আমার সঙ্গে কাজ করতে চায় এবং আমরা একে অপরের সঙ্গে কাজ করছিও। আশা করছি আগামী বছরেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।" এর আগে দু’বার বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ করেছেন প্রিয়াঙ্কা। ২০০৯ সালের কমিনে এবং ২০১১ সালের ৭ খুন মাফ- সিনেমায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। দুটি সিনেমাই সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত এবং সমালোচিতও।
বিশাল ভরদ্বাজ অবশ্য এখনই তাঁর প্রকল্প সম্পর্কে কোনও বিশদ কিছুই জানাননি। তবে শেক্সপীয়ারের ‘টুয়েলফথ নাইট’ এর গল্প অবলম্বনেই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে বলে খবর।
প্রিয়াঙ্কা বর্তমানে সোনালী বোসের সিনেমা দ্য স্কাই ইজ পিঙ্ক-এর প্রথম দফার শ্যুটিং শেষ করে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। প্রিয়াঙ্কাকে আবার দ্য স্কাই ইজ পিঙ্কে ফারহান আখতারের সঙ্গে শ্যুটিং করতে দেখা যাবে। জুলাই মাসেই আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার কাজটি ছেড়ে দেন, সম্ভবত নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত তাঁর।
গত বছর প্রিয়াঙ্কা চোপড়া দ্য স্কাই ইজ পিঙ্ক আর ভরত (যেটা এখন তিনি করছেন না) এই দুই সিনেমায় কাজের কথাই নিশ্চিত করেছিলেন। সূত্রের খবর,প্রায় ২৫ টি স্ক্রিপ্ট জমা পড়েছিল অভিনেত্রীর কাছে। যার মধ্যে ছিলেন ‘পিঙ্ক’ এর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, শিমিত আমিন (চাক দে! ইন্ডিয়া), আলি আব্বাস জাফর, কবির খান (টিউবলাইট), বিশাল ভরদ্বাজ (যিনি আগামীতে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চলেছেন)।
এদিকে হলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার দুই সিনেমা ইসন্ট ইট রোম্যান্টিক? এবং আ কিড লাইক জেক রয়েছে মুক্তির পথে। ১৮ আগস্ট মুম্বাইতে নিক জোনাস ও প্রিয়াঙ্কার রোকা হয়। যার পরে শীঘ্রই নিক যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সম্প্রতি প্রিয়াঙ্কাও তাঁর কাছেই গিয়েছেন।