'ওজিলের সিদ্ধান্তকে সম্মান জানাই'


আর নিতে পারছিলেন না মেসুত ওজিল। বর্ণবাদী গালি শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলেন। অগত্যা জার্মানি জাতীয় দলকে বিদায় বলেছেন। এর পর অনেককেই পাশে পাচ্ছেন। সমর্থন পেলেন নিজ ক্লাব আর্সেনাল কোচ উনাই এমেরির। শিষ্যকে নিয়ে গুরুর মন্তব্য- আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। স্বাভাবিক হতে তাকে সব ধরনের সহযোগিতা করব।
বিশ্বকাপের আগে গেল মে মাসে লন্ডনে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন ওজিল ও ইকাই গুন্দোগান। ওই সময় তাকে আর্সেনালের জার্সি উপহার দেন তারা। সেই ছবি ভাইরাল হওয়ায় চরম রোষানলে পড়েন ওজিল। তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় জার্মানির গণমাধ্যম রীতিমতো তার ওপর মানসিক অত্যাচার চালায়। একপর্যায়ে জার্মানদের কাছে বর্ণবৈষম্য ও অসম্মানের শিকার হতে হয়। মৃত্যুর হুমকিও পান। শেষ পর্যন্ত তা সহ্য করতে না পেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে এখন সিঙ্গাপুরে আর্সেনাল। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে অংশ নেবে দ্য গার্নাররা। দলের সঙ্গে রয়েছেন ওজিলও। এমেরি বলেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। যার প্রতি আমি সম্মান জানাই। স্বাভাবিক অবস্থায় আসতে তাকে সব ধরনের সহযোগিতা করব। আর্সেনাল একটি বাড়ি। আমরা সেখানকার সদস্য। সে আমাদের পরিবারের সদস্য। ওকে সব সুবিধাই দেব।