কিশোরগঞ্জে মোটরসাইকেলের ৪ আরোহী নিহত


কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে কটিয়াদী উপজেলার দড়ি চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কটিয়াদী থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলো ৪ কিশোর। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে বাজিতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।