টাঙ্গাইলে ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন


টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ সহ ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে ওই সময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা প্রমুখ।
বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাত বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় শিক্ষক নেতারা তাদের পরবর্তী কর্মসূচী ঘোষনা করেন। তারা আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় জেলা সদরে মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন। ২৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।