বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ পালিত


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ পালন করা হয়েছে। ১৪ এপ্রিল শনিবার সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার এর নেতৃত্বে প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যায়।
সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহন করে। শোভাযাত্রাটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে কালেক্টরেট মাঠ প্রাঙ্গনে গিয়ে পৌঁছায়। সেখানে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা প্রতিষ্ঠানে গিয়ে বাঙালিয়ানা ভোজ গ্রহন করে।
এরপর দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী টাঙ্গাইলের জেলা শিক্ষা অফিসার লায়লা খানম। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুন তালুকদার । অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন, মো. মতিউর রহমান, শাহ্নাজ বেগম, প্রতিভা রাণী দাস, মো. খলিলুর রহমান, মো. শরিফুল ইসলাম, মঞ্জুর ই ইলাহী, খন্দকার আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক টাঙ্গাইল সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার তনয় কুমার বিশ্বাস। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গীত, নৃত্য, অভিনয় এবং কবিতা আবৃত্তির মাধ্যমে উপভোগ্য হয়ে ওঠে সাংস্কৃতিক পর্বটি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথি শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুন তালুকদার।
এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের ছাত্রী নুসরাত ইসলাম হুমায়রা, যারীন তাবাস্সুম, মীম আতিক সিদ্দিকী ওহি এবং সাওদিয়া জাহান অর্থী।