আইইবি টাঙ্গাইল উপ-কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ইকবাল ও সম্পাদক সোপান

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২৪ পিএম, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ | ৪৩৮

আইইবি টাঙ্গাইল উপ-কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. প্রকৌশলী মােঃ ইকবাল মাহমুদ, ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী সাধন চন্দ্র ধর ও প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান এবং সম্পাদক হিসেবে প্রকৌশলী খন্দকার সাঈদ আল খালিদ সােপানকে নির্বাচিত করা হয়েছে। 

বুধবার বিকাল ৪টা ৩০মিনিটে টাঙ্গাইল শহরস্ত পানি উন্নয়ন বোর্ডে আইইবি টাঙ্গাইল উপ-কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খাইরুল বাশারসহ ঢাকা কেন্দ্রের নির্বাচিত কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির নির্বাচিত সদস্যবৃন্দ হলেন: প্রকৌশলী মােঃ আব্দুস সালাম মিয়া, প্রকৌশলী মােঃ আব্দুল মােমিন, প্রকৌশলী মুহাম্মদ আনােয়ারুল ইসলাম, প্রকৌশলী মােঃ আহসান হাবিব, ড. প্রকৌশলী মােহাঃ তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মােঃ রফিকুল ইসলাম খান, অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রকৌশলী মােঃ মনিরুজ্জামান, প্রকৌশলী মােঃ আব্দুর রহমান ও প্রকৌশলী মােঃ ইবনে মায়াজ প্রামানিক।