সখীপুরে লাইসেন্স না থাকায় করাতকল মালিককে কারাদন্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ | ৫৪১

টাঙ্গাইল সখীপুরে ফারুক তালুকদার নামের এক করাতকল মালিককে দুই মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেলে আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দন্ডদেশ দেন। দন্ডপ্রাপ্ত ফারুক পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত কান্দু তালুকদারের ছেলে।

জানা যায়, ফারুক তালুকদার দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন করাতকল চালিয়ে যাচ্ছিলেন। সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই করাতকলে ৪৩০ ঘনফুট আকাশমনি ও ৩০ ঘনফুট অবৈধ শাল-গজারি কাঠ পাওয়া যায়।

এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ওই করাতকলের লাইসেন্স না থাকায়, অবৈধ কাঠ চিড়াই করায় ব্যবসয়ী ফারুক তালুকদারকে ২০১২ ধারায় ২ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।