ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৮


ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক শিশুসহ নিহত আটজন আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভালুকা থেকে মাইক্রোবাসযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। এতে এক শিশুসহ আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশুসহ পাঁচ নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী মিনুয়ারা খাতুন (৬০) তার ছেলে শাহজাহানের স্ত্রী বেগম (৩৬) ও তার মেয়ে বুলবুলি আক্তার(৭),গফরগাঁও উপজেলার শামছুল হক (৬৫), রিপা খাতুন (৩০), রেজিয়া খাতুন (৫৩), পারুল আক্তার (৫০) ও তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)। হতাহতরা পরস্পর আত্মীয়।
ওসি ইমারত হোসেন আরো জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শাহজাহান ও শারফুল ইসলামের খালাতো ভাইয়ের জানাজায় যাওয়ার জন্য সবাই মাইক্রোবাস যোগে ভালুকা থেকে ভোরে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাতি নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্থানীয় সবুজ মিয়ার পুকুরে পড়ে পানির নিচে ডুবে যায়।
তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। দ্রুত ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন এবং মাইক্রোবাস থেকে মরদেহ উদ্ধার করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা ও কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।