টাঙ্গাইলে গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার জীম এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ | ৬২৮

টাঙ্গাইলে অত্যাধুনিক গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার  জীম এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্প্রতিবার ( ২ ফ্রেবুয়ারী ) বিকালে টাঙ্গাইল সিডিসি মার্কেটের আন্ডার গ্রাউন্ডে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিম এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ডলি আক্তার।

গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার এর স্বত্বাধিকারী আল আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল, জাকিয়া ইসলাম,মো.মোস্তাফা প্রমুখ।

এসময় ডলি আক্তার বলেন, গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার জিম আগামী দিনে একটি সুন্দর সমাজগঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন জিম এর পরিবেশ অনেক ভাল ভবিষৎতে আরো অনেক সুন্দর হবে।

তিনি গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার জিম এর সাফল্য কামনা করেন এবং সকলকে জিমে আসার আহ্বান জানান।

অত্যাধুনিক গোল্ডস জীম এন্ড ফিটনেস সেন্টার  জিমে পুরুষদের পাশাপাশি একই স্থানে শরীরচর্চা করতে পারবেন নারীরাও। বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা জিম বা ফিটনেস সেন্টারগুলোতে নারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।